‘আমি ছাত্রদলের সভাপতি’বলেই শিক্ষককে মারদর ও হুমকি 

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ১১:৩৯:০২

‘আমি ছাত্রদলের সভাপতি’বলেই শিক্ষককে মারদর ও হুমকি 

প্রজন্মডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে বিশৃঙ্খলা, প্রভাব বিস্তার এবং হলগার্ডকে মারধরের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় জড়িত ছিল মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল।

 আজ দুপুরে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের হলগার্ড প্রভাষক ফেরদৌস আলী এই ছাত্রদল সভাপতির হাতে লাঞ্ছিত হন।

পরীক্ষার সময় শেষ হওয়ার পরেও ২০৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফিরোজ আহমেদ শাকিল উত্তরপত্র জমা দেয়নি। হলগার্ড উত্তরপত্র জমা দিতে বললে এ ঘটনা ঘটে। 

উচ্চস্বরে নিজেকে কলেজ ছাত্রদল সভাপতি পরিচয় দিয়ে হলগার্ডকে মারধর করেন এবং কেন্দ্রের বাইরে গেলে হামলা করা হবে বলেও হুমকি দেন শাকিল।


প্রজন্মনিউজ/২৪ জামাল
‘আমি ছাত্রদলের সভাপতি’বলেই শিক্ষককে মারদর ও হুমকি 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ